Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পীর ফতেহ আলী শাহ্ মাজার শরীফ
স্থান
রাধানগর ইউনিয়নের মনোহরাবাদ গ্রামে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
ঢাকা টু সিলেট মহাসড়কের গকুলনগর বাসষ্ট্যান্ড অথবা নারায়ণপুর বাসষ্ট্যান্ড নেমে সিএনজি, অটোরিক্সসা অথবা রিক্সসা যোগে সহজেই মাজার শরীফে যাওয়া যায়। আপনি হেটেও মাজার শরীফে যেতে পারবেন। নারায়ণপুর বাসষ্ট্যান্ড থেকে মাত্র ৩ (তিন) কিলোমিটারের রাস্তা।
বিস্তারিত

পীর ফতেহ আলী শাহ্ মাজার শরীফ রাধানগর ইউনিয়নের একটি ঐতিয্যবাহী মাজার শরীফ। এই মাজার শরীফে হাজার হাজার ভক্তবৃন্ধ  বেড়াতে আসেন।  মাজার শরীফের পাশে দুটি বিল রয়েছে, মনোরম পরিবেশ, গ্রীষ্মের দিন শীতল হাওয়া মনকে তৃপ্তিময করে তোলে  যা আপনাকে বার বার এখানে আসতে ইচ্ছে করবে। বর্ষাকালে বিলে শাপলা ফুল ফুটে। নৌকা দিয়ে আপনি  বিলটি ভ্রমণ করতে পারবেন। এই বিলে প্রচুর মাছ পাওয়া যায়। জেলেরা এই মাছ ধরে জীবিকা নির্বাহ করে। মাজারের বিতরের পরিবেশ খুবই সুন্দর। এখানে অনেক বড় বড় বট গাছ আছে।

 

সবচেয়ে আকর্ষনীয় বিষয় হচ্ছে আপনি দূর থেকে মাজার শরীফ দেখতে পারবেন।